কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার উদ্যোগে জামায়াত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩সেপ্টেম্বর) বাদ জুম্মা কমলগঞ্জ দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার আমীর অধ্যক্ষ মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সেক্রেটারি এ্যাডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারী ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. মোঃ আব্দুর রব, তিনি বলেন ‘‘গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে’’।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মৌলভীবাজার জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামির আলী, মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলাউদ্দিন, উপজেলা নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারী মনসুর আলী প্রমূখ সহ কর্মশালায় জামায়াতের সকল ওয়ার্ড, ইউনিট সহ সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শেষে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মশালার কার্যক্রম সম্পন্ন হয়।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে