October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 4th, 2025, 8:21 pm

বর্তমান সরকারের মেয়াদেই  তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি

রংপুর ব্যুরো:

অন্তবর্তীকালীন সরকারের মেয়াদকালেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছে  তিস্তা নদী রক্ষা আন্দোলন। অন্যথায় নভেম্বর থেকে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে  সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, “ঘড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিলো। আমরা আর আশাহত হতে চাই না।” আমরা বাস্তবায়ন চাই।

দুলু আরও জানান, তিস্তা মহাপরিকল্পনার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ অক্টোবর পদযাত্রা, ৯ অক্টোবর সরকারের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান এবং ১৬ অক্টোবর গণমিছিল ও তিস্তাপাড়ে মশাল প্রজ্বলন। এর মধে যদি বাস্তবায়ন না হয়  তাহলে আগামী নভেম্বর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ার দেন তিনি। সেই কর্মসূচির মাধ্যমে  তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে বাধ্য করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু,রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি  আলহাজ্ব সালেকুজ্জামান সালেক সহ তিস্তা নদীরক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।