কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাক-সিএসজি সংঘর্ষ হয়েছে। এঘটনায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল আনুুমানিক সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানায়, যাত্রীবাহী সিএনজি কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ডানে মোড় নেয়ার সময় সিএনজিকে চাপা দিলে ধুমড়েমুছড়ে যায় এবং ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।
দূর্ঘটনায় নিহত আবু তালেব (২৭) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মৃত গুক্কুরের পূত্র, মো. আলী উল্লাহ (৪০) নরসিংদী জেলার মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নুরুল ইসলামের পূত্র।
আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫)। গাজীপুর হাসপাতালে নেয়ার পর আহত হাফিজুলের চার বছরের শিশু পূত্র মো. তামিম মারা যায়। তারা সকলেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজি যোগে নরসিংদী যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জাবেদ কায়সার বলেন, আনুমানিক সকাল ৯ টায় দুইজনকে মৃত এবং অপর তিনজনকে গুরতর আহত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক ও তাদের মাথা, হাত ও বুকসহ শরিরে আঘাতের চিহ্ন রয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। একজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপর জনের পরিবারকে খবর পাঠানোর চেষ্টা চলছে। ড্রাম ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে