October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 6:12 pm

৪ জেলায় বন্যার আশঙ্কা

ফাইল ফটো

 

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ–নদীর পানি আগামী দুই দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদ–নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে রংপুর বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং সংলগ্ন ভারতের রাজ্যগুলোতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সোমেশ্বরী ও ভুগাই-কংস নদ–নদীর পানিও দ্রুত বাড়তে পারে, ফলে কাছাকাছি নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদ–নদীর পানিও আগামী দুই দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএনবাংলা/