October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 6:05 pm

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে নিখোঁজ তিন কিশোরীর একজনের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তিন  কিশোরী নিখোঁজ হবার পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় এখনো দুই কিশোরী নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  শনিবার দুপুরে সদর উপজেলার কাতুলি ইউনিয়নের ঘোষ পাড়া এলাকায়  ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কিশোরী নিখোঁজ হয় ।

দিনভর খোঁজাখুঁজির পর শনিবার সন্ধ্যায় একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। তার নাম- মনিরা আক্তার (১২)। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিখোঁজ অপর দুই কিশোরী হলো – টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের সোনা মাইজাল গ্রামের প্রবাসী বোরহান উদ্দীনের দুই মাদ্রাসায় পড়ুয়া কন্যা আছিয়া আক্তার (১২) ও মাফিয়া আক্তার (১০)।  এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সান্তনা দেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নিখোঁজ ওই তিন কিশোরী

উপজেলার ঘোষ পাড়া এলাকায়, অপর খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে  আসে ।

পরে শনিবার দুপুরে তারা পরিবারকে দোকানে যাওয়ার কথা বলে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা নদীর স্রোত ডুবে যায়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুইজনের কাউকে খুজে পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী  পরিচালক মো: জানে আলম বলেন, নদীতে নিখোঁজ এর ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল দ্রুত ঘটনা স্থলে পৌছায়। এখনো পর্যন্ত নিখোঁজের মধ্যে একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দুজনের উদ্ধার অভিযান চলছে।