October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 6:08 pm

নাটোরে আইনজীবি ও হিন্দু মহাজোটের নেতার মরদেহটি উদ্ধার

নাটোর প্রতিনিধি:

নাটোর শহরের ভাস্কর বাগচি (৪৮)  নামে এক  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নাটোরে পৌর এলাকার লালবাজারের নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে  ওই আইনজীবির মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন  তার সহকর্মী ও স্থানীয়রা। আর পুলিশ বলছেন, পারিবারিক অশান্তি বা অন্য কোন রহস্য থাকলে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে এর প্রকৃত কারন বলা যাবে।

তিনি নাটোর জজ কোর্টের আইনজীবি ও আইকর উপদেষ্টা এবং নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ্য দিন থেকে এ্যাডঃ  ভাস্কর বাগচি নাটোর জজ কোর্টে সুনামের সহিত তার আইনজীবি পেশা পালন করে আসছিল।

শনিবার ( ৪ অক্টোবর ) রাত ৮টার দিেেপৗর এলাকার লালবাজারে নিজ বাসার সিড়ির নিচে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু রহস্যজনক বলে মনে করছেন সহকর্মী ও স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, স্ত্রী ও তার দুই সন্তান এর সাংসারিক চাপ এবং অর্থনৈতিক অনাটন এর কারণে শারীরিক ও মানষিক যন্ত্রণায় ভুগছিছেন যখন তখন তাকে গায়ে হাত তুলতো তার স্ত্রী ।

অন্যদিকে নাটোর  আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাহবুর রহমান বলেন, এটা আইনী বিষয়, তাই নিহতের শরীরে আঘাত বা কোন কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন।

এব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবং কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।