কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার কাপাসিয়া মোড় ও কালীগঞ্জ বাজারে দুটি বেকারি ও ঔষধ ফার্মেসীতে পৃথক ভাবে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় -এ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারায় এক জনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড ও এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আরোও পৃথক দুই মামলায় দুই জনকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮ ধারার অপরাধে ১০৯ ধারা ও ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩১(১) ধারায় ৩ হাজার টাকা এবং বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
পৌর সভার দড়িসোম এলাকার মো. বাচ্চুর পূত্র হারিজুল মিয়াকে (৪০) ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড, একই এলাকার হাবিবুল্লাহর পূত্র মোঃ আশরাফুল (৪০) কে ৩ হাজার টাকা অর্থদন্ড এবং বাঙ্গালহাওলা এলাকার সেকান্দর আলির পূত্র মোঃ মোশারফ হোসেন কে ৩০ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগীতা করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার, সি,এম অর্নব চক্রবর্তী, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভ‚ইয়া, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে