October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 6:39 pm

মদ্যপানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যু

 

ঝিনাইদহের শৈলকুপায় মামাবাড়িতে বেড়াতে এসে মদ্যপানের পর নন্দিনী সরকার (১৮) নামে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নন্দিনী মানিকগঞ্জ জেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নন্দিনীর চাচা গণেশ চন্দ্র সরকার জানান, প্রতিবছরের মতো দুর্গাপূজায় পরিবারসহ তারা শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসেন। বিজয়া দশমীর বিকেলে প্রতিমা বিসর্জন দেখতে যায় নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে। এ সময় সে মদ পান করে। এরপর বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে ওই রাতেই বাড়ি নেওয়া হয়। তবে শনিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই তার মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, শনিবার রাতে মদ্যপানের কারণে অসুস্থ নন্দিনীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, মদ্যপানে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এনএনবাংলা/