October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 7:40 pm

প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন হবে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা নিশ্চিত করা।

আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানটির আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

চৌধুরী রফিকুল আবরার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর শিক্ষাব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ, উদ্ভাবনী ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষিত মানুষ মানে শুধু বইপড়া মানুষ নয়; বরং সহনশীল, দায়িত্বশীল ও মানবিক মানুষ গড়ে তোলাই মূল লক্ষ্য। এজন্য লাইফ স্কিল, ভাষা শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, এতদিন এনটিআরসিএ কেবল প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক নিয়োগের সুপারিশ করলেও প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের হাতে ছিল। পরিচালনা পর্ষদ কর্মচারী নিয়োগের ক্ষমতা হারানোর পর এবার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের ক্ষমতাও তাদের কাছ থেকে প্রত্যাহার করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মাদ রফিকুল ইসলাম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ এবং আইসিইএসসিও মহাপরিচালক সালিম এম আল-মালিক। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তফা।

এনএনবাংলা/