October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 8:45 pm

সারাদেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

 

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে নয়জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) কুমিল্লা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও কুড়িগ্রামে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কৃষক, শিক্ষার্থী ও নারী রয়েছেন।

কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট এলাকায় বজ্রপাতে দুই নারীসহ তিনজন মারা যান। নিহতরা হলেন—নালা দক্ষিণ গ্রামের মমতাজ বেগম (৩৫), জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)।

ঝিনাইদহে সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়। তারা হলেন সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) এবং শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বিকেলে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাইবান্ধার সাঘাটায় দুপুরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মারা যায় দুজন। এরা হলেন নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ বাবলু মিয়া (৭) এবং বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের সহিব।

এনএনবাংলা/