Monday, October 6th, 2025, 2:08 pm

কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানকে কোনো ব্যক্তি বা দলের নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলায় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কখনোই নিজেকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের প্রকৃত নায়ক বাংলাদেশের মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন।”

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল— জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেকেই তাকে আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড বলছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “না, আমি তা মনে করি না। ৫ আগস্টের এই আন্দোলন, যা জুলাই আন্দোলন হিসেবে পরিচিত, সফল হলেও এর ভিত্তি বহু বছর আগে থেকেই তৈরি হচ্ছিল।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনে শুধু বিএনপিই নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছেন। তারা কেউ কেউ নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কারাগারে গেছেন। জুলাই-আগস্টের সেই সময়ে দেশের মানুষ রাজনৈতিক বিভাজন ভুলে একত্রিত হয়েছিলেন।”

তারেক রহমানের মতে, আন্দোলনের দিনগুলোতে শুধু রাজনৈতিক কর্মীরা নয়, সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। “আমরা দেখেছি, মাদরাসার ছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজি চালক, দোকানদার, গার্মেন্টস কর্মী— সবাই রাস্তায় নেমেছিলেন। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মী এবং প্রবাসে থাকা নির্যাতিত সাংবাদিকরাও যুক্ত হয়েছিলেন আন্দোলনে,” বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ, দল-মত নির্বিশেষে, এই আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাই আমি কারো অবদানকে খাটো করে দেখতে চাই না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়— এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।

এনএনবাংলা/