যুক্তরাজ্য শাখার যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কয়ছর আহমদ সিলেটের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল মধ্যরাতে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে কয়ছর আহমদকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন।
এনএনবাংলা/

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা