October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 5:59 pm

কেডিএ’র অনুষ্ঠানে বিতরণকৃত লিফলেটে মুজিব শতবর্ষের লোগো, তীব্র ক্ষোভ, তদন্তের দাবী

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) মুজিব শতবর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। সোমবার বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিতরণকৃত লিফলেট গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করার অভিযোগ উঠেছে।

সভায় উপস্থিত অতিথি ও আমন্ত্রিতরা এই কার্যক্রমকে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি অপমানজনক বলে মন্তব্য করেন।

সাবেক ছাত্র আন্দোলন নেতা ও খুলনা জেলা বৈষম্যবিরোধী পরিষদের সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি  জানান, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে, তবে প্রশাসনে তার অনুসারীরা এখনো ক্ষমতায় আছেন। কেডিএর এই লিফলেট বিতরণ মেনে নেওয়া যায় না। ৪৮ ঘণ্টার মধ্যে যদি সুষ্ঠু তদন্ত না করা হয়, তাহলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

লিফলেটে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা শাখার নাম থাকায় বিষয়টি আরো জটিল হয়েছে। কিন্তু কেডিএর পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ ফোন রিসিভ না করায় তাদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুরোনো লিফলেটের কারণে এমন ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত এসব লিফলেট বাতিল করেছি। ইচ্ছাকৃত না হলেও ভুল হয়েছে, আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করব।

ঘটনার তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ নেতারা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা।