October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 6:03 pm

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলে সাপাহারে মানববন্ধন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে  ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশীগণ । মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় সাপাহার জিরো পয়েন্টে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিএনপির সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, সাপাহার আম আড়ত সমবায় সমিতির সাধারন সম্পাদক ইমাম হোসেন রিফাত সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকে গোপনে হাজার হাজার অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকের সার্বিক পরিবেশ ধ্বংস করেছে। তারা দাবি করেন, নিয়োগপ্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ, দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক ভাষায় কথা বলেন; যা দেশের অন্যান্য অঞ্চলের গ্রাহকদের জন্য সমস্যার সৃষ্টি করে। বক্তারা তাদের অবিলম্বে বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও জানান, এস আলমের ছত্রছায়ায় ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি বেড়েছে। ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা বলেন, বাক্স বসিয়ে পটিয়ার লোক নিয়োগ দিয়ে দেশব্যাপী ব্যাংক পরিচালনা করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।