শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা এখন যেন একের পর এক লোমহর্ষক ঘটনায় অশান্তির শহরে রূপ নিচ্ছে। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনা ছিল, ছেলের হাতে পিতার নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় মাত্র দুইদিনের মধ্যেই মূল আসামি লিমন খান ও তার স্ত্রী চাঁদনীকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানা।
রোববার (৫ অক্টোবর) এক মিডিয়া ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকায় লিটন খান নামের এক ব্যক্তিকে তার নিজের ছেলে ও পুত্রবধূ হত্যা করে। ঘটনার পরপরই তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, হত্যার দিন রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় লিটন খানকে। ঘুমিয়ে পড়ার পর তাকে প্রথমে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়, এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো বটি দিয়ে গলা কেটে ফেলা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কিছুদিন আগে লিটন খান ৫০ হাজার টাকা লোন করেছিলেন, যা তার ছেলে লিমন চুরি করে পালিয়ে ঢাকায় চলে যায় এবং সেখান থেকে চাঁদনী নামে এক তরুণীকে বিয়ে করে খুলনায় ফিরে আসে। ওই টাকা চুরি এবং দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পরিবারে চলছিল দন্দ্ব ও অশান্তি। এসব ঘটনার জের ধরেই পিতা হত্যার পরিকল্পনা করে লিমন ও তার স্ত্রী।
খুলনা পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত আরও জানানো হবে।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে