নাটোর প্রতিনিধি:
‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে নাটোরে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের আয়োজনে এবং নাটোর গণপূর্ত বিভাগের সহযোগীতায় সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস আসমা শাহীন।
সভায় বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইত্তেখায়ের আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, ইউনাইটেড প্রেস ক্লাবের সহ-সভাপতি সুফি সান্টু প্রমুখ।
এ সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেণী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে।
আরও পড়ুন
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ