October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 7:19 pm

নাটোর  জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব শিশু দিবস পালন

নাটোর প্রতিনিধি:

নাটোরে  র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়া বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে। ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোর জেলা প্রশাসকের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) বিশ্ব শিশু দিবস  পালন ও শিশু সপ্তাহ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) সকাল সারে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে একটি র‌্যালী করা হয়। র‌্যালী শেষে পরে জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক  মিস আসমা শাহীন এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নাটোর শিশু একাডেমির উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা প্রমুখ।

বক্তারা শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি সচেতনতা বাড়াতে এবং শিশুদের প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষার বার্তা তুলে ধরে বক্তব্য দেন।

উল্লেখ্য, ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়। তারও আগে ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চেলসিতে চার্চ অফ দ্য রিডিমারের যাজক রেভারেন্ড ডা. চার্লস লিওনার্ড শিশুদের জন্য বিশেষ সেবা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন শুরু করেন। প্রথমে নাম ছিল ‘রোজ ডে’ পরে ‘ফ্লাওয়ার সানডে’ শেষ পর্যন্ত ‘শিশু দিবস’। ১৯২০ সালে তুরস্ক ২৩ এপ্রিলকে শিশু দিবস হিসেবে জাতীয় ছুটি ঘোষণা করে, যা ১৯২৯ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।