আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংস নির্যাতনের পর তাকে হত্যা করে।
তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার হত্যার আগে ৫ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু ‘অন্যায্য চুক্তি’ নিয়ে নিজের ফেসবুকে একটি সমালোচনামূলক পোস্ট করেছিলেন। সেই পোস্টকে কেন্দ্র করেই তাকে জেরা ও পিটিয়ে হত্যা করা হয়।
আবরারের আত্মত্যাগের স্মরণে অন্তর্বর্তী সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’। এর আগে সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করেছে।
মৃত্যুবার্ষিকীকে ঘিরে দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর পলাশী মোড়ে উদ্বোধন করা হবে ‘আগ্রাসনবিরোধী আটস্তম্ভ’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আবরারের বাবা বরকত উল্লাহ। এছাড়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও স্তম্ভ নির্মাণের উদ্যোক্তাদের একজনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়া বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব: স্মরণে আবরার ফাহাদ’ শীর্ষক সেমিনার ও চিত্র প্রদর্শনী। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আবরারের বাবা বরকত উল্লাহ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সাংবাদিক ড. মাহমুদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মানারাত ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ আব্দুর রব এবং আখতার হোসেনসহ আরও অনেকে।
দুপুর আড়াইটায় আবরার ফাহাদকে স্মরণ করে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে ছাত্রদল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এদিকে বিকেল ৪টায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদ আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় আগ্রাসনবিরোধী দিবস উপলক্ষে মুক্তির মোনাজাত’ অনুষ্ঠিত হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬৩২ জন গ্রেফতার