চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী—জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং বৈদ্যুতিক সার্কিটে শক্তির কোয়ান্টাইজেশন নিয়ে অসাধারণ গবেষণার জন্য তাদের এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এক সংবাদ সম্মেলনে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে। একাডেমির ভাষ্য অনুযায়ী, তাদের এই গবেষণা কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বৃহৎ স্কেলের জগতে কোয়ান্টাম মেকানিক্সের প্রয়োগের সম্ভাবনা আরও স্পষ্ট করেছে।
এ বছরের নোবেল পদার্থবিজ্ঞানের মূল বিষয় ছিল—কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত ও সূক্ষ্ম কণার আচরণ কীভাবে আমাদের দৈনন্দিন জগতে বা মানবসৃষ্ট বৃহৎ সিস্টেমে প্রয়োগ করা সম্ভব তা অনুসন্ধান করা।
তিন বিজ্ঞানী তাদের ধারাবাহিক গবেষণায় প্রমাণ করেছেন, এ ধরনের প্রয়োগ সত্যিই সম্ভব। তারা এমন এক অতিপরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন, যা এক অবস্থা থেকে অন্য অবস্থায় সরাসরি ‘টানেল’ করতে পারে— যেন কোনো বস্তু দেয়াল ভেদ করে পার হয়ে গেছে। পাশাপাশি তারা দেখিয়েছেন, এই সিস্টেম নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ ও বিকিরণ করে, যা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
নোবেল কমিটির ঘোষণায় জানানো হয়, ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার সমমূল্যের এই পুরস্কারের অর্থ তিন বিজ্ঞানীর মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
এর আগের বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মেশিন লার্নিংয়ের দুই অগ্রদূত—যুক্তরাষ্ট্রের জন জে হপফিল্ড এবং কানাডার জিওফ্রি ই হিন্টন।
প্রথা অনুযায়ী, সোমবার চিকিৎসা শাখার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল মৌসুমের সূচনা হয়েছে। বুধবার ঘোষণা হবে রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হবে।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পদক ও সনদ।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ