October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 7th, 2025, 8:31 pm

ডেঙ্গুতে ঢাকায় আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৫

 

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জনে।

নতুন করে মারা যাওয়া দুইজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭১৫ জনের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে রোগীর সংখ্যা বেশি। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রামে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীতে ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৮ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এনএনবাংলা/