October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 11:55 am

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসের ধাক্কায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সকাল থেকেই উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, শত শত যানবাহন আটকা পড়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেলে করে ওই এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এনএনবাংলা/