October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 2:16 pm

শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা

 

বিগত আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। এর আগে শেখ হাসিনাসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়, যা ট্রাইব্যুনাল আমলে নিয়েছে।

গুমের অভিযোগে দুটি পৃথক ফরমাল চার্জ দাখিল হয়েছে। প্রথম চার্জে টিএফআই ইউনিটের মাধ্যমে সংঘটিত গুমের ঘটনায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অন্য চার্জে জেআইসি ইউনিটের গুমের ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ সকল গুমের ঘটনা সংঘটিত হয়।

এনএনবাংলা/