আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গুম, র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে আটক রেখে নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগপত্র জমা দেন প্রসিকিউশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাব কর্মকর্তা কেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুব আলম, আবদুল্লাহ আল মোমেন, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন।
অভিযোগ দাখিলের পর আমলে নেওয়ার বিষয়ে শুনানি শুরু হয় ট্রাইব্যুনাল-১ এ। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানান।
পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন
এদিন সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ব্যারিস্টার মীর আহমদ বীন কাশেম, আবদুল্লাহিল আমান আযমী, হুম্মাম কাদের চৌধুরী, মাইকেল চাকমাসহ অনেকে ছিলেন। অভিযোগ দাখিল হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ