জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কোনো ‘সেফ এক্সিট’ খুঁজছেন না।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, আগেও বহু ঝড়ঝঞ্ঝাট এসেছে—সেগুলো মোকাবিলা করে এই দেশেই থেকেছি। বাকিটা জীবনও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বাংলাদেশেই কাটিয়ে দেব।”
এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) পথ খুঁজছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা সরকারের নানা বিষয়ে ভিন্নমত পোষণ করছেন—এটাই গণতন্ত্রের চর্চা। প্রতিটি মন্তব্য বা বক্তব্যে যদি সরকার প্রতিক্রিয়া জানায়, তাহলে বলুন তো মন্ত্রণালয়গুলো কবে কাজ করবে?”
তিনি আরও বলেন, “যেকোনো বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হলে সরকার সে বিষয়ে মন্তব্য করবে ও পদক্ষেপ নেবে। অনানুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতে সরকারের পক্ষে কিছু বলা সম্ভব নয়।”
নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে তাকে খণ্ডন করতে হবে—এটা উপদেষ্টাদের কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষায়, “বক্তব্যটি যদি সুনির্দিষ্ট হতো, তাহলে হয়তো সরকারের পক্ষ থেকে কিছু বলা যেত। কিন্তু এটি তাদের ব্যক্তিগত মত, সরকারের অবস্থান জানানোর এখানে কোনো সুযোগ নেই।
এনএনবাংলা/
আরও পড়ুন
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে