সখীপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে ওজনের গড়মিল ও প্রতারণার অভিযোগে ‘মুসলিম জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দোকানের মালিক ইউনুছ আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল—স্বর্ণ ক্রয়ের সময় গ্রাহকের কাছ থেকে ওজন কম দেখানো এবং বিক্রির সময় ওজন বেশি দেখানো। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে স্বর্ণ মাপার স্কেলে ওজনের অনিয়মের প্রমাণও পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
তিনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ