সাভার প্রতিনিধি:
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো মৌজার আর.এস. ৩১ দাগের ৫ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী বলে জানা যায়। তার এই মালিকানা জমির উপর বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়া যায় সাবেক এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আত্মীয় পরিচয়ে মতিউর রহমান এবং মোসাঃ কামরুন্নাহারের বিরুদ্ধে।
জানা যায়, মতিউর রহমান ঢাকা-১৯ এর সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আত্মীয় ও মোসাঃ কামরুন্নাহার সম্পর্কে চাচী।
অভিযোগ সূত্রে যায়, আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার তমিজ উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলীর পৈত্রিক সূত্রে পাওয়া জমির ভিতর জোরপূর্বক জমি দখল করে মার্কেট বানানোর অভিযোগ উঠেছে। এই বিষয়ে মানিক মিয়ার ছেলে মতিউর রহমান (৬২) ও মৃত আব্দুল মান্নানের স্ত্রী মোসাঃ কামরুন্নাহার (৬৫)সহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, ভয়ভীতি ও হুমকি দেওয়ায় মোহাম্মদ আলী বাদী হয়ে আশুলিয়া থানায় ২৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন।
একই মৌজাস্থিত আরএস-২৭ ও ৩০ নং দাগের অংশ হতে বর্তমান ইয়ারপুর ইউনিয়নের বিএনপির ও দলীয় ইউনিয়ন সভাপতি তার সহোদর আ. মোতালেব যিনি নিজে আওয়ামী লীগ সমর্থিত হলেও নিজ ভাই আব্দুল হাই এর পরিচয়ে ২৮ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী। এই বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায় যে, মোহাম্মদ আলী একজন বিএনপি দলীয় সমর্থক হিসাবে বিগত বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবুর সাথে স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান। এছাড়া আশুলিয়া থানাতে বিভিন্ন সময় রাজনৈতিক মামলার শিকার হওয়ার বিষয়ে তিনি জানান। বিএনপি দলীয় সমর্থক হিসেবে বর্তমান সময়ও বিভিন্নভাবে প্রতিহিংসার শিকার হচ্ছেন। এক্ষেত্রে একটি কুচক্রী মহলের ইন্ধন আছে বলে জানা যায়। ইউপি সদস্য মোহাম্মদ আলী আরও বলেন,যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত বর্তমান সময়ে তাদের ষড়যন্ত্র থেকেও রেহাই পাচ্ছি না বলে আক্ষেপ প্রকাশ করেন।
এক্ষেত্রে ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে সাবেক বিএনপির দলীয় এমপি মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে দলীয় কর্মকান্ডে সমর্থক হয়ে কাজ করায় তৎকালীন সরকারের আমলে হামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা আমাকে প্রকৃত অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে অবৈধভাবে নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করার জন্য দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মোহাম্মদ আলী।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, দুই পক্ষের বৈধ কাগজপত্র নিয়ে থানায় ডেকেছি এবং ওই জায়গায় কাজ বন্ধ রাখার নির্দেশও প্রদান করেছি।
এই বিষয়ে অভিযুক্ত মতিউর রহমানকে জানতে চাইলে তিনি বলেন, থানা থেকে আমাকে এ বিষয়ে কিছু বলা হয় নি। তবে ম্যাডাম মোহাম্মদ আলীকে ডেকেছিলো,সে কোনো কাগজপত্র দেখাতে পারে নি। আমাদের বিরুদ্ধে মোহাম্মদ আলী যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
অভিযুক্তদের বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে মুঠোফোনে কল করায় তিনি রিসিভ করেন নি।
আরও পড়ুন
পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে-আমান
ডেঙ্গুতে ঢাকায় আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭১৫
হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন