October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 6:49 pm

কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।মঙ্গলবার সকাল থেকে দিনভর কুড়িগ্রাম জিয়া বাজার,চাউল বাজার,পুরাতন পশু হাসপাতাল মোড়ে এই লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী,মোসলেম উদ্দিন মোল্লা দুলাল,পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রানা,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ  সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,আমরা দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমেই আগামী দিনে বিএনপি নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ বির্নিমাণ করবে। এ সময় তিনি ধানের শীষের পক্ষে সকলের নিকট ভোট চান।