October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 6:52 pm

পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে-আমান

সাভার প্রতিনিধি:

সাভারের ভাকুর্তা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গী কান্দায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি,বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আমান বলেন, কলকাতায় ও দিল্লি বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন স্বৈরাচার হাসিনা। পিআর পদ্ধতির নাম করে একটি দল বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যাদের জনপ্রিয়তা নেই তারাই পিআর পদ্ধতি চায়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ধানের শীষে আপনারা ভোট দিবেন, বিএনপি ক্ষমতায় আসলে আগে ভাকুর্তাকে উন্নয়ন করে তারপর কেরানীগঞ্জকে উন্নয়ন করবো ইনশাআল্লাহ। বিএনপি জনগণের দল, আমরা সারাজীবন আপনাদের পাশে থাকবো আপনারা দোয়া করবেন।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, বিএনপি নেতা সারোয়ার হোসেন,নুরুল মোমেন, আবদুল  আজিজ, মোক্তার হোসেন, আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য খালেকুল ইসলাম প্রমুখ।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগন সংগীত পরিবেশন করেন।