যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এক নারীর মৃত্যুর দায়ে জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। জুরি সিদ্ধান্তে উল্লেখ করেছে, বিশ্বের অন্যতম বড় বেবি পাউডার প্রস্তুতকারক কোম্পানি ওই নারীর মৃত্যুর জন্য দায়ী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ৮৮ বছর বয়সে মারা যান। সেই বছরের মধ্যে তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, কোম্পানিটির তৈরি বেবি পাউডারে থাকা ‘অ্যাসবেস্টস’ নামের ক্ষতিকর তন্তু তার বিরল মেসোথেলিওমা ক্যানসারের কারণ হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় জুরি জনসন অ্যান্ড জনসনকে ১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ ও ৯৫ কোটি ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ প্রদান করতে নির্দেশ দেন।
তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নীতি অনুযায়ী, শাস্তিমূলক ক্ষতিপূরণ সাধারণত ক্ষতিপূরণের পরিমাণের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়। তাই আপিল প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিপূরণের পরিমাণ কমানো হতে পারে।
জনসন অ্যান্ড জনসনের আইনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস আদালতের রায়কে ‘ভয়াবহ ও অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, কোম্পানি দ্রুত এই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে। হাস আরও বলেন, বাদীপক্ষের আইনজীবীরা এমন ‘ভুয়া বিজ্ঞানের’ ওপর ভিত্তি করে যুক্তি উপস্থাপন করেছেন, যা জুরির সামনে উপস্থাপন করা উচিত হয়নি।
জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পণ্য সম্পূর্ণ নিরাপদ এবং এতে অ্যাসবেস্টস নেই, যা ক্যানসার সৃষ্টি করে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল