October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 3:40 pm

জামায়াতের গণমিছিল আগামীকাল, রোববার স্মারকলিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) দেশব্যাপী গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা সবসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে।”

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১️. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,

২️. সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু,

৩️. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

৪️. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

৫️. স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এনএনবাংলা/