October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 5:14 pm

এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর

ফাইল ফটো

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে। এ তারিখটি প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যরা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই দিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, “বৈঠকে ১৬ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে সম্মতি হয়েছে। এখন এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললেই ওই দিন ফল প্রকাশ করা হবে।”

এর আগে ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তবে ১৭ ও ১৮ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

চলতি বছর ২৬ জুন থেকে শুরু হয়ে কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় এইচএসসি পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত থাকায় এবার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

এনএনবাংলা/