January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 16th, 2021, 8:42 pm

আবাহনীকে হারিয়ে শিরোপা জয় করলেন মেরিনার্স

অনলাইন ডেস্ক :

ভিআইপি গ্যালারিতে শুরু থেকে ভুভুজেলার গগনবিদারী আওয়াজ। সমর্থকরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তাদের সমর্থনে মেরিনার ইয়াংস ক্লাব হতাশ করেনি। তিন বছর পর টার্ফে গড়ানো ক্লাব কাপ হকির শিরোপা ঘরে তুলে উল্লাস করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতেছে মামুনুর রশীদের দল। ৩ গোলের ২টি এসেছে সোহানুর রহমানের স্টিক থেকে, অন্যটি করেছেন অভিষেক। ২০১৬ ও ২০১৮ সালের ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এবার শিরোপা ধরে রাখতে পারলে হ্যাটট্রিক সাফল্যের স্বাদ নিতে পারতো। কিন্তু মওলানা ভাসানী স্টেডিয়ামে মেরিনার্স তা হতে দিলো কোথায়! ৬০ মিনিটের ম্যাচে মেরিনার্স বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল। তবে প্রথম ১৫ মিনিট পাল্টাপাল্টি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। ম্যাচ শুরুর ৭ মিনিটে আকাশি-নীল জার্সিধারীরা এগিয়ে যেতে পারতো। বেলিমাগা বাহরানের পাসে সামনে থেকে পরমপ্রীত সিং লক্ষ্যে হিট নিতে পারেননি। ৯ মিনিটে মেরিনার্সের স্বন্দীপ কুমারও সামনে থেকে সুযোগ পেয়ে হিট নিতে ব্যর্থ। ১১ মিনিটে তাদের আরেক ভারতীয় অভিষেকের জোরালো হিট পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর আবাহনীর প্রথম পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্স এগিয়ে যায়। ২০ মিনিটে মিলন হোসেনের পাসে সোহানুর রহমান জোরালা হিটে লক্ষ্যভেদ করেন। তৃতীয় কোয়ার্টারে আবাহনীর ‘গোল বাতিল’ নিয়ে ম্যাচ প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। ৫২ মিনিটে ভারতীয় ফরোয়ার্ড বেলিগামা বাহরানের হিট পোস্টে গেলেও আম্পায়ার গোলের বাঁশি দেননি। ভিডিও প্রযুক্তি দেখে আম্পায়াররা আগের সিদ্ধান্তে অটল থাকেন। খেলা ফের শুরু হলে ৫৪ মিনিটে মেরিনার্স ব্যবধান দ্বিগুন করে নেয়। ভারতীয় খেলোয়াড় অভিষেক রিভার্স হিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনীকে আরও পিছিয়ে দেন। ৫৭ মিনিটে ফজলে রাব্বির পাসে সোহানুর রহমান ফাঁকায় প্লেসিং করে আবাহনীকে ম্যাচ থেকেই ছিটকে দেন। এই স্কোরলাইন ধরে রেখে ক্লাব কাপের ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেয়েছে কমলা জার্সিধারীরা।