October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 9th, 2025, 6:53 pm

শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

 

ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-৩ এর অ্যালাইনমেন্টের পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।

এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকা। এই সব এলাকায় সব শ্রেণীর গ্রাহকরা প্রভাবিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এনএনবাংলা/