বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই
(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ছোট ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সরওয়ার জাহান। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য, সরওয়ার জাহান ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনিই ছিলেন বাহিনীর প্রথম ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত কর্মকর্তা।
এনএনবাংলা/
আরও পড়ুন
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?