ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (বাংলাদেশ সময়) নরওয়ের অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের ঘোষণা দেয়।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মারিয়া।
দ্য নোবেল প্রাইজ ডটঅর্গের তথ্যমতে, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেত্রী হিসেবে মারিয়া কোরিনা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি দেশটির রাজনৈতিক বিরোধিতার সময় একতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে আবির্ভূত হন।
এর আগে বছরের শুরু থেকেই শান্তিতে নোবেল পুরস্কারের দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, সাতটি যুদ্ধ বন্ধে ভূমিকা রেখেছেন তিনি। ইসরায়েল ও পাকিস্তানের সরকারপ্রধানসহ সুইডেন এবং নরওয়ের বেশ কিছু রাজনীতিক ও আইনপ্রণেতা প্রকাশ্যে ট্রাম্পের পক্ষে মনোনয়ন সমর্থন করেছিলেন।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংগঠন নিহন হিদানকিও। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের তৃণমূল আন্দোলন হিসেবে গড়ে ওঠা সংগঠনটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান এবং ভবিষ্যতে এমন অস্ত্র আর কখনো ব্যবহার না করার বার্তা ছড়িয়ে দেওয়ায় সম্মানিত হয়েছিল।
এনএনবাংলা/
আরও পড়ুন
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?