যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বড় ধরনের বাণিজ্যযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চীনের সব রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ মূলত চীনের প্রযুক্তি খাতকে লক্ষ্য করেই নেওয়া হয়েছে।
ট্রাম্প জানান, চীন যে ‘নজিরবিহীন অবস্থান’ নিয়েছে, তার জবাব হিসেবেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। নতুন শুল্ক আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এর আগে ট্রাম্প চীনের বিরুদ্ধে বাণিজ্যিক বৈরিতার অভিযোগ এনে বলেন, তিনি আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করতে পারেন।
এছাড়া চীনের দুর্লভ খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছে বলেও ট্রাম্প উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বেইজিং দুর্লভ খনিজ রপ্তানিতে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে— যা যুক্তরাষ্ট্রের উচ্চ-প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
এনএনবাংলা/
আরও পড়ুন
আগামী নির্বাচনে আইনের শাসনের দৃষ্টান্ত দেখাতে চায় নির্বাচন কমিশন: সিইসি
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল