October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 11th, 2025, 12:24 pm

উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই ‘সেফ এক্সিট’ নিয়ে আলোচনা করছেন। তবে উপদেষ্টা হিসেবে তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতিরই সেফ এক্সিট দরকার।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি—আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ব্যাংক লুট দেখেছি, তা এক ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামোরই প্রতিফলন। এই কাঠামো থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ–বন–জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এনএনবাংলা/