October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 11th, 2025, 12:47 pm

পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের

 

আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। খবর টোলো নিউজের।

আফগান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়েছে। ঘটনাটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে কাবুল।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি এক বিবৃতিতে বলেন, “এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন, সহিংস এবং ঘৃণ্য কাজ। আমরা আমাদের ভূখণ্ডে এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ন্যায্য অধিকার।”

এদিকে, ভারতের সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও বিষয়টি নিয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “নিজেদের অভ্যন্তরীণ সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো উচিৎ নয়। পাকিস্তানের এই কর্মকাণ্ড বড় ধরনের ভুল। বলপ্রয়োগে এমন কোনো সমস্যা সমাধান সম্ভব নয়।”

তিনি আরও সতর্ক করে বলেন, “আফগানদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন না। যদি নিতে চান, তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা ও ন্যাটোর কাছে জেনে নিন— আফগানিস্তানের সঙ্গে তাদের খেলার পরিণতি কী হয়েছিল।”

এনএনবাংলা/