রংপুর ব্যুরো:
বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলার আয়োজনে ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ বিষয়ক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১১ অক্টোবর, ২০২৫) শনিবার রংপুর জেলা স্কাউট ভবনে এ উপলক্ষে দিনব্যাপী এই কর্মশালা আয়োজন করা হয়।
ওয়ার্কশপে রংপুর জেলার বিভিন্ন উপজেলার মোট ৫৪ জন স্কাউট বালক বালিকা অংশগ্রহণ করেন। তারা সমাজ উন্নয়নে স্কাউটিংয়ের ভূমিকা ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে জ্ঞানলাভ ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করেন রাখেন বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলার কমিশনার মোঃ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মই হলো দেশের ভবিষ্যৎ। সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনয়নে স্কাউটদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, প্রশাসন বিভাগ) মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলার সম্পাদক মোঃ আব্দুর রহিম,এএলটি, সহকারী কমিশনার জনাব মোঃ রাজু আহমেদ।
লিডার ট্রেনার মোঃ সিদ্দিকুর রহমান জেলা স্কাউট লিডার মাহমুদ ইসলাম আকাশ, জেলা সংযোজিত সদস্য, বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলা মোঃ রেজওয়ান হোসেন সুমন বক্তব্য রাখেন।
কর্মশালায় সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের লক্ষ্য ও উদ্দেশ্য, অ্যাওয়ার্ড অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি সমাজ সেবা কার্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।বক্তারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে সমাজ সেবায় আত্মনিয়োগ করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ