October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 12th, 2025, 7:10 pm

এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’

 

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ প্রথমবারের মতো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছে। ৩৫তম আসরে ছবিটি স্টুডেন্ট ক্যাটেগরিতে এই সম্মান অর্জন করে, যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য।

ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী, আর সহপরিচালক ছিলেন জহিরুল ইসলাম। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম কোনো সিনেমা, যা এমা অ্যাওয়ার্ডে বিজয়ী হলো।

পুরস্কার ঘোষণা করা হয় গত ১১ অক্টোবর (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, এই মনোনয়নের মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সাফল্যের প্রতিক্রিয়ায় সাংবাদিক ও লেখক গোলাম রাব্বানী বলেন, এটি নিঃসন্দেহে আনন্দের খবর। ৩৫তম এমা অ্যাওয়ার্ডে ‘নিশি’ পুরস্কার পেয়েছে— এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবের মুহূর্ত। এই অর্জন আমার সিনেমা-যাত্রাকে আরও অনুপ্রাণিত করবে। আমি সিনেমায় সবসময় মানুষ ও প্রকৃতির গল্প বলতে চাই।”

নিশির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাংবাদিক ও লেখক গোলাম রাব্বানী

ছবিটি নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকা অফিসের সহযোগিতায়।

গল্পে দেখা যায়, একজন চা–শ্রমিকের কন্যা নিশির পড়ালেখা পানির সংকটে থেমে যায়। বাড়িতে টিউবওয়েল দেওয়ার অজুহাতে এক কাঠ ব্যবসায়ী নাবালিকা নিশিকে বিয়ের প্রস্তাব দেয়। সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়েছে সিলেটের চা বাগান এলাকার বিভিন্ন স্থানে।

পরিচালক গোলাম রাব্বানী জানান, ‘নিশি’ এখন বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে।

এর আগে গোলাম রাব্বানীর নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছিল।

এনএনবাংলা/