October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 12th, 2025, 9:08 pm

সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

 

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১২ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, গত ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন প্রদেশে পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৪০৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এটি সৌদিজুড়ে চলমান ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৪৩৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৬৫০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৩১৪ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করায় আরও ৩৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২৯ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে ৩১ হাজার ৩৪৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৮৪০ জন পুরুষ এবং ১ হাজার ৫০৪ জন নারী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৩ হাজার ৮২৪ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে প্রয়োজনীয় নথি যাচাইয়ের জন্য। এছাড়া ২ হাজার ৭৬৪ জনের প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৮৪৯ জনকে নিজ দেশে পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে বারবার সতর্কতাও জারি করেছে মন্ত্রণালয়।

এনএনবাংলা/