October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 13th, 2025, 4:28 pm

২০ জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিলো হামাস

ছবি: টাইমস অব ইসরায়েল

 

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস তাদের হেফাজতে থাকা আরও ১৩ জন জীবিত ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে। এর ফলে প্রতিশ্রুত মোট ২০ জীবিত ইসরায়েলি নাগরিককে মুক্তি দিলো সংগঠনটি। এর আগে স্থানীয় সময় সোমবার সকালে ৭ জন বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছিল। খবর—টাইমস অব ইসরায়েল।

তবে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিংবা রেড ক্রসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তির বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।

এই বন্দি বিনিময়ের মধ্যেই আজ ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ ভাষণ দেবেন। এরপর যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মিশরে যাবেন তিনি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ অন্তত ২০ দেশের নেতারা উপস্থিত থাকবেন।

টাইমস অব ইসরায়েল জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে লাল গালিচায় অভ্যর্থনা পান ট্রাম্প। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে তিনি বলেন, ‘এটা এক দারুণ দিন—হয়তো তোমাদের সেরা দিন।’ উত্তরে নেতানিয়াহু বলেন, ‘এটা ইতিহাস।’

বিশ্লেষকরা মনে করছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও স্থায়ী রাখতে মিশরে অনুষ্ঠিতব্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক স্টিফেন জিউনেস আল জাজিরা’কে বলেন, ‘এবার যুদ্ধবিরতি বাস্তবায়নে দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে। ওয়াশিংটনের সমর্থন না থাকলে এবার নেতানিয়াহুর পক্ষে চুক্তি ভঙ্গ করা কঠিন হবে।’

এনএনবাংলা/