জাতীয় সংসদ নির্বাচনের দিন একসঙ্গে নয়, আগামী নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গণভোট আলাদা করে আয়োজনের প্রস্তাব আমরা কমিশনের কাছে দিয়েছি। পাশাপাশি ভোটার তালিকা ও পিআর পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে।’
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহের, এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ।
আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমরা ইসিকে বলেছি—গণভোটটি আলাদাভাবে আয়োজন করা উচিত। একসঙ্গে হলে জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয়, তাহলে জাতীয় নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে। তাই আলাদা করাই উত্তম।’
তিনি আরও বলেন, ‘গণভোটকে আমরা এক ধরনের পরীক্ষামূলক আয়োজন হিসেবে দেখতে পারি। জাতীয় নির্বাচনের সময় প্রশাসন ও পুলিশের সহযোগিতা কতটা কার্যকর হয়, তা বোঝার জন্য গণভোট একটি ভালো সুযোগ হতে পারে।’
অন্যদিকে, নির্বাচন কমিশন তাদের জানিয়েছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন ও বাস্তবায়নের সক্ষমতা তাদের রয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগের মধ্যেই সালাউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা