October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 13th, 2025, 6:25 pm

দাবি না মানলে মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

 

বাড়িভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা জানান, সরকারের কাছে তাদের দাবিগুলো সোমবার রাতের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং কর্মবিরতি চলবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলো— বাড়িভাতা ২০ শতাংশ হারে বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত করা।

নেতারা সতর্ক করে বলেন, সরকার যদি এবারও তাদের দাবি উপেক্ষা করে, তাহলে তারা ‘মার্চ টু সচিবালয়’ এর পর আরও কঠোর কর্মসূচি ‘মার্চ টু যমুনা’—ঘোষণায় বাধ্য হবেন।

এনএনবাংলা/