October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 13th, 2025, 7:23 pm

নতুন পরিচয়ে ফারিণ

 

অভিনেত্রী তাসনিয়া ফারিণ শুধু অভিনয় নয় পর্দার নেপথ্যেও কাজ করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান করার ইঙ্গিত দিয়ে তিনি লেখেছেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’

এরপর নিজের প্রশ্নের জবাব দিয়ে ফারিণ আবার লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।’

এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারিণ বলেন, প্রোডাকশন হাউসে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন।

এ অভিনেত্রী বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব। বছরের শেষ দিকে আমার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আমরা এর আগেও একসাথে কাজ করেছি।’

সাম্প্রতিক সময়ে তাসনিয়া ফারিণ অভিনয়ে তেমন ব্যস্ত নন। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।

এনএনবাংলা/