October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 13th, 2025, 7:40 pm

এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীক চায় বাংলাদেশ কংগ্রেস

 

‘শাপলা’ প্রতীক নিয়ে যখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনড় অবস্থানে রয়েছে, ঠিক সেই সময় একই প্রতীক পাওয়ার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস।

সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি আবেদনপত্র ইসিতে জমা দেন। দলের দপ্তর সম্পাদক তুষার রহমান সশরীরে আবেদনপত্রটি কমিশনে পৌঁছে দেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র, ব্যানার, পোস্টার ও লোগো—সব জায়গাতেই শাপলার প্রতিচ্ছবি রয়েছে।

তবে ২০১৭ সালে নিবন্ধনের সময় ইসি জানায়, ‘শাপলা’ যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য নয়। পরবর্তীতে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবুও তাদের দলীয় লোগো ও প্রচারণায় শাপলার ব্যবহার অব্যাহত থাকে, যা দলের ইতিহাস ও আদর্শের সঙ্গে যুক্ত বলে দাবি তাদের।

পরে সুপ্রিম কোর্টের নির্দেশে দলটির নিবন্ধন অনুমোদন পেলে তারা ‘বই’ প্রতীক চাইলেও গেজেটে অন্তর্ভুক্ত না থাকায় শেষ পর্যন্ত ‘ডাব’ প্রতীক পায়।

দপ্তর সম্পাদক তুষার রহমান বলেন, ‘বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীক পেতে চায়। আমরা ২০১৭ সালেও এ বিষয়ে আবেদন করেছিলাম। এবার যদি ইসি শাপলা প্রতীক গেজেটভুক্ত করে, তাহলে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে তা বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি। কারণ আমরা-ই শাপলা প্রতীকের মূল দাবিদার।’

এনএনবাংলা/