October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 12:38 am

বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন

ফাইল ফটো

 

দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত অনুসন্ধানাধীন থাকা অবস্থায় বিদেশ যাওয়ার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তারা আদালতে আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে আছেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালতে সাফওয়ান সোবহানের পক্ষে আইনজীবীর মাধ্যমে আবেদন করা হয়। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব নিহার হোসেন ফারুকসহ কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী।

অন্যদিকে দুদকের পক্ষে আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত আগামী ২৬ অক্টোবর অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ডিসেম্বরে একই পরিবারের আরও চার সদস্য—আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান এবং ছেলে সাফিয়াত সোবহান সানভীরও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তাদের আবেদনের শুনানিও একই তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী, তিন ছেলে ও তাদের স্ত্রীসহ আটজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

দুদকের পক্ষ থেকে তখন আদালতকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ অনুসন্ধান চলছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এনএনবাংলা/