October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 12:50 am

মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ

ফাইল ফটো

 

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার নামে থাকা জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তার নামে খোলা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুদকের করা আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের উপ-সহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে—হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী মুজিবুল হক পরস্পর সহযোগিতায় তিন কোটি আটাশ লাখ তেতাল্লিশ হাজার টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজেদের দখলে রেখেছেন।

তদন্তে আরও জানা গেছে, রিক্তার নামে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় ৩৩.৫ শতক জমি এবং রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পত্তির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা। এছাড়া তার পাঁচটি ব্যাংক হিসাবে মোট ১৯ লাখ ৭৩ হাজার টাকা পাওয়া গেছে।

দুদকের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী এবং সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে সম্পদ অর্জনের অভিযোগে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিক্তার নামে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন জানায় দুদক, যা আদালত মঞ্জুর করেন।

এনএনবাংলা/