October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:28 pm

সুষ্ঠু নির্বাচন হলে ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না                 

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি একক ভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে। রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  আব্দুর রহিমের সভাপতিত্বে এসব সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম বুলবুল, হাফিজুল ইসলাম হাফিজ ও আনিসুর রহমান প্রমুখ।

এ সকল নির্বাচনী জনসমাবেশে দুলু আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দা ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারনা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১দফার দফার ভিত্তিত্বে সন্ত্রাস হানাহানি ও ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে। দুলু বলেন, বিএনপি সকল সময়ে মানুষের বিপদে আপদে পাশে থাকে। এখনো সকল মানুষের পাশে থাকতে হবে। দুলু বলেন, আওয়ামী ফ্যাসীবাদীর কারণে দেশের তরুন সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুন সমাজ জীবনে প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুন সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এই শ্লোগান তুলতে হবে।