October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 5:10 pm

নাটোরে প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে মারপিট ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মেয়ের বাবা নুর হোসেন ও তার লোকজন।

রবিবার রাত ১১টার দিকে উপজেলার তেঘরপাড়া মাঝদিঘা এলাকায় এই ঘটনা ঘটে। আহত পিতা শফিকুল ইসলাম (৫৫) ও ছেলে রাকিব (২২) একই এলাকার বাসিন্দা।

বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মেয়ের বাবা নুর হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নুর হোসেন একই এলাকার বাসিন্দা এবং মির্জাপুর দিয়ার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রাকিবের সাথে নুর হোসেনের মেয়ে প্রভা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই এক পর্যায়ে রবিবার রাতে নুর হোসেন ও তার লোকজন রাকিবকে তার বাড়ীতে থেকে নুর হোসেনের বাড়ীতে তুলে নিয়ে যায়। পরে তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। বিষয়টি মোবাইলে রাকিবের বাবা শফিকুল ইসলামকে জানালে তিনি ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে যায়। শফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছালে তাকেও মারপিট ও দেশীয় অস্ত্র দিয়ে বাবা ছেলেকে মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগ করেন আহত রাকিবের ভাই রনি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল প্রেরণ করে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় সোমবার রাতে আহতের পরিবারের পক্ষ থেকে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

আহত শফিকুলের ছোট ভাই মহিদুল ইসলাম জানান, নুর হোসেনের মেয়ের সাথে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ে পক্ষ সেই সম্পর্ক মেনে নিতে পারেনি। এ নিয়ে উভয় পক্ষ আর কোন সম্পর্কে জড়াবে না বলে সম্মত হয়। এরপরেও কেন এই হামলা করা হল? বর্তমানে আহত বাবা ছেলের অবস্থা সংকটাপন্ন। প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

অভিযুক্ত নুর হোসেনে জানান, রাকিব আমার মেয়েকে উত্যক্ত করত। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও সে কথা শোনেনি। রবিবার রাতে রাকিব ও তার বাবা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। বিষয়টি আমরা পুলিশ জানিয়েছি। মারপিটের কোন ঘটনা ঘটেনি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।